ডেস্ক: লখিমপুর খেরিতে কৃষক হত্যার সেই ঘটনার বিচার চেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করল। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী বললেন, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ইস্তফা এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চাই।”
রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা। গত ৩ অক্টোবরের ওই ঘটনায় ৪ কৃষক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।গত ১০ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাক্ষাৎ চেয়ে চিঠি দেয় কংগ্রেস। মঙ্গলবার সাক্ষাতের সময় নির্দিষ্ট করে রাষ্ট্রপতি ভবন। এদিন সকালে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী-সহ ৫ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। রাহুল গান্ধী ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এ কে এন্টনি, মল্লিকার্জুন খাড়গে এবং গুলাম নবি আজাদ।
একেবারে নির্দিষ্ট দুটি বিষয়ের উপর তাঁরা দাবি রেখেছেন। প্রথমত তাঁদের দাবি, স্বরাষ্ট্র দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের দুজন বিচারপতিকে নিয়ে কমিশন তৈরি করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি তাঁরা করেছেন।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীও প্রকাশ্যে আন্দোলনকারী কৃষকদের নিশানা করে হুমকি দিয়েছেন বলে প্রতিনিধিদলের দাবি।তাঁদের প্রশ্ন, খোদ কেন্দ্রীয় মন্ত্রী যদি উসকানি দেন তবে ন্য়ায় বিচার কী আদৌ মিলবে?