জঙ্গিদের খোঁজে কাশ্মীর জুড়ে ধরপাকড়, হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজে গোটা উপত্যকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই হামলায় জড়িত চার জঙ্গিকে শনাক্ত করেছে— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহায়তাও চাওয়া হয়েছে।

সূত্রের দাবি, হামলাকারীরা ছিল পাঁচ-ছয় জন। মুখে ছিল মাস্ক, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। গোয়েন্দাদের সন্দেহ, তাদের মধ্যে অন্তত চারজন পাকিস্তান থেকে ঢুকেছিল, বাকিরা স্থানীয় বাসিন্দা।

কাশ্মীর জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে বাহিনী। এবিপি নিউজ়ের এক প্রতিবেদন অনুযায়ী, দেড় হাজারেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। অনন্তনাগ পুলিশ বিভাগ জানিয়েছে, জঙ্গিদের সম্পর্কে তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। উত্তাল উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?