মদনপুরে রেল অবরোধ, শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত

স্টেশনে সমস্ত ট্রেন দাঁড় করানো, লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো-সহ একাধিক দাবিতে শিয়ালদহ-রানাঘাট শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ। মঙ্গলবার সকাল ৭টা ৪০ থেকে শিয়ালদাগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ নিত্যযাত্রীদের।

অবরোধকারীদের দাবি, একাধিক ট্রেন মদনপুরে দাঁড়ায় না। তার জেরে সমস্যায় পড়তে হয়। তারই প্রতিবাদে এ দিন পথে নামেন তাঁরা। তবে একেবারে অফিস টাইমে এই বিক্ষোভের জেরে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে শান্তিপুর, রানাঘাট-সহ একাধিক স্টেশনে। আপ ও ডাউন উভয় লাইনেই সমস্যায় পড়েন যাত্রীরা।

এই অবরোধের জেরে প্রায় তিন ঘণ্টা ধরে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে ট্রেন চলাচল ব্যাহত। শিয়ালদহ মেন শাখার কাকিনাড়া, নৈহাটি, শ্যামনগর, হালিশহর-সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে।

রেল অবরোধের ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। আপ ও ডাউন উভয় লাইনেই সমস্যায় পড়েন যাত্রীরা। প্রতিটি ট্রেনই কমপক্ষে ৩০ মিনিট দেরিতে চলছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন