ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা: ঘটনাস্থলে এসে তদন্তের আশ্বাস রেলমন্ত্রীর

উত্তরবঙ্গের ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত হয় বিকানের–গুয়াহাটি এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকেলের এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ৯ জন ব্যক্তি। এছাড়াও আহত হয়েছেন একাধিক। দুর্ঘটনার পর থেকে বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধার কাজ।

এরপর শুক্রবার সকালেই ময়নাগুড়ির কাছে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার মধ্যরাতে মাঝরাতে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলেন রেলমন্ত্রী। এরপর হাওড়া থেকে স্পেশাল ট্রেনে করে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী।

শুক্রবার সকালে রেলের ট্রলিতে চেপে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। ঘটনাস্থল ঘুরে সব কিছু খতিয়ে দেখার পর রেলমন্ত্রী বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ এখনও চলছে। আমি নিজেও পুরো পরিস্থিতি দেখছি। ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। ময়নাগুড়ির এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।”

ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এই ঘটনার উপর নজর রেখেছেন এবং প্রতি মুহূর্তে আমার কাছ থেকে আপডেট নিচ্ছেন। আমি এখানে এসেছি এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক