রাজ্য জুড়ে আদিবাসীদের রেল অবরোধ। শনিবার সকাল থেকে জায়গায় জায়গায় ‘রেল রোকো’। অবরোধের জেরে রাজ্যের জেলায় জেলায় থমকে গেল ট্রেনের চাকা।
শনিবার পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর শাখায় খেমাশুলি স্টেশনের কাছে অবরোধ করে আদিবাসীদের সামাজিক সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’।
মালদহ এবং পুরুলিয়া জেলাতেও এই আন্দোলনের প্রভাব পড়েছে। আদিনা রেল স্টেশনে শুরু হয়েছে রেল রোকো। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। রেলপথের পাশাপাশি, কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও একাধিক জায়গায় পথঅবরোধও হয়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জাতীয় সড়কও অবরোধ হয় এদিন। ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।
৫ দফা দাবিতে সকাল থেকে এই অবরোধ চলছে। এরমধ্যে রয়েছে, ‘মারাংবুরু বাঁচাও’, ‘২০২৩-এ সারনা ধর্ম কোড’ বলবতের দাবিও। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অসম মোট পাঁচ রাজ্যে অনির্দিষ্টকাল বনধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’।
মূলত আদিবাসী সমাজের একটি পৃথক ধর্মের দাবি দীর্ঘদিনের, যার নাম সারনা। আন্দোলনকারীদের মূল বক্তব্য, তাঁরা নিজস্ব ধর্মাচরণ চান। আর তার জন্যই সারনা ধর্ম স্বীকৃতি পাক দাবি তাঁদের।