প্রথম পাতা খবর চলন্ত ট্রেনে ভয়ঙ্কর ঘটনা! আরপিএফ কনস্টেবলের গুলিতে এক পুলিশকর্মী-সহ মৃত ৪

চলন্ত ট্রেনে ভয়ঙ্কর ঘটনা! আরপিএফ কনস্টেবলের গুলিতে এক পুলিশকর্মী-সহ মৃত ৪

435 views
A+A-
Reset

মুম্বই: সোমবার সকালে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে একটি চলন্ত ট্রেনে এএসআই-সহ চারজনকে গুলি করে হত্যা। অভিযুক্ত এক একটি রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল। গুলি চালানোর পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে আটক করা হয়।

জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবল তার নিজের বন্দুক থেকেই গুলি চালায়। অভিযুক্ত আরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। সেই জওয়ানকে বোরিভালি থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ১২৯৫৭৬ নম্বর জয়পুর এক্সপ্রেস ট্রেনের বি৫ কামরায় ঘটনাটি ঘটেছে আজ ভোর ৫টা ২৩ মিনিটে। অভিযুক্ত, আরপিএফ কনস্টেবল চেতন সিং নিজের সরকারি বন্দুক থেকে গুলি চালায়। গুলি লাগে দায়িত্বে থাকা এএসআই টিকা রাম মীনা এবং ট্রেনে থাকা একাধিক যাত্রীকে।

গুলি চালানোর পর দহিসার স্টেশনের কাছে ট্রেনটি চেন টেনে থামায় সেই আরপিএফ কনস্টেবল। এরপর ট্রেন থেকে ঝাঁপ দেয়। রেল পুলিশ ও অন্য আধিকারিকদের সহায়তায় পুলিশ অভিযুক্ত কনসেটবলকে ধরে ফেলে। এদিকে কী কারণে চেতন এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.