প্রথম পাতা খবর প্রথম রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় বিশেষ লোকাল ট্রেন রেলের

প্রথম রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় বিশেষ লোকাল ট্রেন রেলের

198 views
A+A-
Reset

এই প্রথমবার দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে মহা ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে রথযাত্রা। শুক্রবারের এই শুভ দিনে বিপুল সংখ্যক ভক্তের সমাগমের আশঙ্কা থাকায় রেল চালু করল বিশেষ লোকাল ট্রেন। ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রথের উদ্বোধনও করবেন।

রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে শুরু হয়ে এই বিশেষ ট্রেন পরিষেবা ১০ জুলাই পর্যন্ত চলবে। আপ পাঁশকুড়া লোকাল সকাল ৭টায় দিঘার উদ্দেশে রওনা দিচ্ছে। দিঘা থেকে সকাল ৯টা ২০-এ ছাড়বে পাঁশকুড়ার উদ্দেশে এক বিশেষ ট্রেন। সকাল ৯টা ৩০-এ ছাড়বে আরেকটি ডাউন দিঘা লোকাল। পাঁশকুড়া থেকে আবার ১১টা ৫০-এ ও দুপুর ১২টা ১৫-তে দুটি ট্রেন ছাড়বে দিঘার দিকে। অন্যদিকে, দুপুর ২টা ৪০ মিনিটে দিঘা থেকে আরেকটি ট্রেন পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে।

৩০ এপ্রিল মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া দিঘার জগন্নাথ মন্দিরে এই প্রথম রথ উৎসব আয়োজিত হচ্ছে। রথ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ও ভিড় সামলাতে কলকাতা পুলিশের ১০ জন ট্রাফিক সার্জেন্টকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দিঘায়। প্রস্তুত রাজ্য পুলিশও। মন্দির চত্বরে ও তার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে। পর্যটন ও ধর্মীয় আবহে ভাসছে গোটা সৈকত শহর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.