দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, নদীয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তাপমাত্রা কমবে উত্তরের জেলাগুলিতেও। হালকা শীত শীত অনুভূত হবে। বিকেলের পর থেকেই মেঘ জমে আকাশ আচ্ছন্ন হতে পারে। বাতাসে আর্দ্রতা বাড়বে, ফলে আর্দ্র গরমের অনুভূতিও থাকতে পারে।

কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৪ ডিগ্রি। শহরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা।

Related posts

অনন্তনাগে তুষারঝড়ে শহিদ বাংলার দুই প্যারা কমান্ডো, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পুলিশ নিয়োগ পরীক্ষার দিনে বাড়তি মেট্রো, রবিবার সকাল ৭টা থেকেই চলবে ব্লু ও গ্রিন লাইনের ট্রেন

৩০ নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে টোটো চলবে না, অনলাইনে আবেদন শুরু ১৩ অক্টোবর থেকে