দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ কোথায় কোথায়

কলকাতা: আগামী সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

প্রায় দশ দিন দক্ষিণবঙ্গে নিষ্ক্রিয় থাকার পর আবার সক্রিয় হতে চলেছে বর্ষা। বঙ্গোপসাগরে অবস্থানরত একটি নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলে চলে আসবে ৯ তারিখ নাগাদ। এর প্রভাবে ৯ থেকে ১২ তারিখ দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। নতুন করে সমুদ্রও উত্তাল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন