কলকাতা: সোমবার বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো। চলতি এই সপ্তাহের প্রথম দিন থেকেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। জেলাগুলিতে জারি করা হয়েছে সর্তকতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। ওই দিন কলকাতা-সহ দক্ষিণের প্রায় সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার অর্থাৎ, গণেশ চতুর্থীর দিন।
আবহাওয়া বিভাগ সূত্রে খবর, সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ওই তিনদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে, মঙ্গলবার-বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ও দিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী বুধবার থেকে। ওই দিন জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।