বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উপকূলীয় জেলাগুলিতে সতর্কবার্তা

বুধবারের বৃষ্টি। ছবি: রাজীব বসু

কলকাতা: বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। শুক্রবার রাতের মধ্যে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা দেড় মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে সমুদ্রতীরবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে দখিনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, যার ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আর্দ্রতা বাড়বে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে। তবে শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে এবং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

উত্তরবঙ্গে পাঁচটি জেলায়, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহসহ বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার বৃষ্টির সম্ভাবনা সম্পর্কেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দুপুর-বিকেলের মধ্যে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত শহরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে থাকবে। রাতের তাপমাত্রাও একইরকম থাকবে। সকাল থেকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘের ঘনঘটা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন