বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদল। মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
গত সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় অল্প ঝড়বৃষ্টি হলেও এখন আবহাওয়া পরিষ্কার। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে এরপর তা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। মার্চের শুরুতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।