কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস

নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা আরও প্রবল হয়েছে। সাধারণত কেরলে ১ জুন বর্ষা ঢোকে। তবে এবছর তার এক সপ্তাহ আগেই কেরলে বর্ষা ঢুকবে বলে অনুমান মৌসম ভবনের। এই আবহে বাংলাতেও আগাম বর্ষা ঢুকতে পারে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ না থাকলেও দিনে গরমের অস্বস্তি বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গুমোট গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে আজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে তাতে ভ্যাপসা গরম থেকে কতটা মুক্তি মিলবে সেটাই এখন দেখার।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। শুক্র এবং শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গেছে। দু-তিন দিনের মধ্যে কলকাতায় বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক