অক্টোবরের শেষে বৃষ্টি ফিরছে রাজ্যে! ছটপুজোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

অক্টোবরের শেষেও ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। কলকাতাসহ দক্ষিণবঙ্গে বেলা বাড়লেই বেড়ে চলেছে গরম ও অস্বস্তি। তবে এবার মিলতে পারে খানিক স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকেই উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। বর্তমানে সেটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্তও শক্তি সঞ্চয় করছে এবং শুক্রবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে, তবে এর পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

শুক্রবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে। সোমবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত।

দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

সবচেয়ে নজরকাড়া পূর্বাভাস ছটপুজোকে ঘিরে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ছটপুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। ফলে পুজোর সময় ভিজে যেতে পারে রাজ্যবাসী।

কলকাতায় আপাতত রোদ ঝলমলে আকাশ থাকবে। দক্ষিণা বাতাসের প্রভাবে গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে। সোমবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে— আংশিক মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

কথা রাখলেন মুখ্যমন্ত্রী! বালাসন নদীর উপর মিরিকের দুধিয়ায় অস্থায়ী সেতু তৈরি, সোমবার থেকেই চলাচল শুরু

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় শোলার থিমে ঝলমলে শিল্পরূপ! রামায়ণ থেকে ডোকরা শিল্পে মাত শহর

শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার, চার মামলায় সিবিআই-রাজ্য মিলিয়ে সিট গঠনের নির্দেশ হাই কোর্টের