কলকাতা: শুক্রবার সকালেই আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল শুক্রবার সকাল থেকে বৃষ্টি নামবে কলকাতায়। সেই পূর্বভাস মতো বৃষ্টি নামল শহরে। প্রথমে এক দফা ভারী বৃষ্টি হলেও পরে দাপট কিছুটা কমে। তবে শুক্রবার সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামতে পারে রাতের দিকে।
বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাতও হচ্ছে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে।
গত কয়েকদিন ধরে জলীয় বাষ্পে ভরা দখিণা বাতাস ঢুকছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। সেই সঙ্গে উত্তর ভারতের দিক থেকে এগিয়ে আসছিল একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই জলীয় বাষ্পের ঢুকে পড়া এবং উত্তর ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে গোটা রাজ্যে জুড়েই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়।
শুক্রবার দুপুরের দিকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সরস্বতী পুজোয় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই বইবে কনকনে উত্তুরে হাওয়া। ফিরবে জব্বর শীত।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে। এমনকি পাহাড়ের একাধিক জায়গায় তুষারপাতও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।