গরমে হাঁসফাঁস! তাপপ্রবাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে

কলকাতা: টানা গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ কেটে গেলেই দেখা মিলতে পারে ঝড়বৃষ্টির। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা।

বৃহস্পতিবারের পর শুক্রবারও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তাপপ্রবাহ চলবে বলে লাল সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া ও বীরভূমেও থাকবে গরমের প্রভাব। শনিবার পর্যন্ত ৭টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

তবে শনিবার থেকেই কিছুটা বদল আসতে পারে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে আবহাওয়ায় পরিবর্তন হবে। ওই দিন থেকেই ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার ও সোমবার ঝড়ের দাপট আরও বাড়বে। নদিয়া, দুই বর্ধমানসহ একাধিক জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক