হু হু করে ঢুকছে মৌসুমী বায়ু, শেষমেশ রাজ্য জুড়ে বর্ষার আগমন

কলকাতা: রাজ্য জুড়ে বর্ষার আগমন। উত্তরবঙ্গে এসেছিল আগেই, এ বার জাঁকিয়ে নামল দক্ষিণে। বুধবার তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পর বৃহস্পতিবারও কলকাতায় অঝোরে ঝরছে বৃষ্টি।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পশ্চিম বর্ধমানের মতো সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। বাকি জেলাগুলিতেও শুক্রবারের মধ্যে বর্ষা প্রবেশ করবে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে প্রতিটি জেলাতেই। ও দিকে, লাল সর্তকতা জারি থাকছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।

এ দিন দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ভারী বৃষ্টির প্রভাবে রাজ্যে কমবে তাপমাত্রাও।

বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের। শনিবারের মধ্যে অন্তত ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম যেতে পারে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে