গত কয়েক দিন ধরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও স্বস্তির সময় বেশী নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই ফের বৃষ্টি শুরু হতে পারে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের কেন্দ্র পশ্চিম দিকে সরে গেলেও রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরেই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। একই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও নদিয়ায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বুধবার থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে টানা ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর ও মালদহেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার-রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের কাছাকাছি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।