Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোটার তালিকা নিয়ে দিল্লিতে সরব তৃণমূল, সাংবাদিক বৈঠকে তিন সাংসদ - NewsOnly24

ভোটার তালিকা নিয়ে দিল্লিতে সরব তৃণমূল, সাংবাদিক বৈঠকে তিন সাংসদ

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে এবার রাজধানী দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভোটার তালিকা নিয়ে কারচুপি করেছে কেন্দ্রের শাসক দল। দলীয় নেতা-কর্মীদের বুথ স্তরে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশও দিয়েছেন তিনি।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূল নেতা-কর্মীরা ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। এবার বিষয়টি নিয়ে দিল্লিতেও আওয়াজ তুলতে চলেছে দল। আগামী সোমবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবের ডেপুটি চেয়ারম্যান’স হলে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের তিন সাংসদ— রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সাগরিকা ঘোষ এবং বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ।

এই সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ তুলে ধরবে তৃণমূল, এমনটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোটের আগে কেন্দ্র-বিরোধী আন্দোলনকে জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related posts

বেলডাঙা অশান্তি: কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, রাজ্যকে বাহিনী ব্যবহারের নির্দেশ হাই কোর্টের

বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাস মেলেনি, সমীক্ষায় স্বস্তি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, শুনানিতে বিএলএ ঢোকার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট