ভোটার তালিকা নিয়ে দিল্লিতে সরব তৃণমূল, সাংবাদিক বৈঠকে তিন সাংসদ

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে এবার রাজধানী দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভোটার তালিকা নিয়ে কারচুপি করেছে কেন্দ্রের শাসক দল। দলীয় নেতা-কর্মীদের বুথ স্তরে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশও দিয়েছেন তিনি।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূল নেতা-কর্মীরা ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। এবার বিষয়টি নিয়ে দিল্লিতেও আওয়াজ তুলতে চলেছে দল। আগামী সোমবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবের ডেপুটি চেয়ারম্যান’স হলে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের তিন সাংসদ— রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সাগরিকা ঘোষ এবং বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ।

এই সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ তুলে ধরবে তৃণমূল, এমনটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোটের আগে কেন্দ্র-বিরোধী আন্দোলনকে জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক