শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

কলকাতা: রাজভবনের কর্মীর শ্লীলতাহানির অভিযোগ। তারই মধ্যে এক নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ। জোড়া অভিযোগকে সামনে রেখে রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি তুলল তৃণমূল। রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূলের শিক্ষা সেল।

সাম্প্রতিক কয়েকটি বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল। এরই প্রতিবাদে পথে নামতে চলছে তৃণমূলের শিক্ষাসেল। শুক্রবার রাজভবন অভিযানে নামছেন তৃণমূল শিক্ষা সেলের কর্মীরা। জোড়া অভিযোগকে সামনে রেখে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল।

ওয়েবকুপার সদস্য মণিশঙ্কর মণ্ডল ‘টিভি৯বাংলা’র কাছে বলেন, “রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব। সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আগামী দিন রাজভবন অভিযান করব।”

তবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “আমি এটা নিয়ে কিছু বলব না। রাজভবনই এর সাফাই দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচনের সময় ইস্যু নেই, মমতা যেখানে যাচ্ছেন গালি শুনছেন, তাই নির্বাচনে জেতার জন্য রাজ্যপাল এবং সন্দেশখালি নিয়ে নোংরামি করছে তৃণমূল।”

প্রসঙ্গত, রাজভবনের অস্থায়ী কর্মীর বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সম্প্রতি অভিযোগ ওঠে, রাজভবনে নিজের চেম্বারে রাজ্যপাল সিভি আনন্দ বোস নাকি এক মহিলার শ্লীলতাহানি করেন। মে মাসের ২ তারিখে ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়। সেদিনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযোগকারী মহিলা রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন।

সেই নিয়ে অস্বস্তি কাটার আগেই প্রকাশ্যে এসেছে পুরনো আরেকটি মামলা। ২০২৩ সালের অক্টোবর মাসে রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে অভিযোগ জানান এক নৃত্যশিল্পী। পুলিশের কাছে অভিযোগকারিণী জানান, তাঁর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় সাহায্য়ের আশ্বাস দিয়ে তাঁকে নয়াদিল্লির একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন বোস।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে