রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

কলকাতা: রাজভবনের কর্মীর শ্লীলতাহানির অভিযোগ। তারই মধ্যে এক নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ। জোড়া অভিযোগকে সামনে রেখে রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি তুলল তৃণমূল। শুক্রবার রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূলের শিক্ষা সেল।

সাম্প্রতিক কয়েকটি বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল। এরই প্রতিবাদে পথে নামছে তৃণমূলের শিক্ষাসেল। শুক্রবার রাজভবন অভিযানে নামছেন তৃণমূল শিক্ষা সেলের কর্মীরা। জোড়া অভিযোগকে সামনে রেখে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল।

রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল শিক্ষা সেল। এ দিন দুপুরে রানি রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে যাবেন শাসকদলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তাঁরা বোসের পদত্যাগের দাবিতে সরব হবেন।

ইতিমধ্যে ওয়েবকুপার সদস্য মণিশঙ্কর মণ্ডল জানিয়েছেন, “রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব। সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে রাজভবন অভিযান করব।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক