রাজারহাটের রিসর্টে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

ধৃতদের জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রতীকী ছবি

কলকাতা: জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ। রাজারহাটে বৈদিক ভিলেজের ঘটনা। গ্রেফতার চার।

অভিযোগ, রিসর্ট ভাড়া করে পার্টিতে মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়। পার্টি শেষ হয়ে যাওয়ার পরে তরুণীকে তরল জাতীয় মাদক খাইয়ে দিয়ে গণধর্ষণ করে চার যুবক। ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ নভেম্বর রাজারহাট বৈদিক ভিলেজে একটি রিসর্ট ভাড়া করা হয়েছিল। ১০ তারিখ পার্টি করার জন্যই রিসর্ট বুক করা হয়। ঘটনার পরের দিন অভিযোগ দায়ের হয় রাজারহাট থানায়।

এই ঘটনায় চার যুবককে শুক্রবার রাতে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার ধৃতদের তোলা হবে বারাসত আদালতে। সূত্রের খবর, এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ রাজারহাট থানার পুলিশকে অভিযুক্তদের বিষয়ে কোনো রকম তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন: রাত এবং সকালের তাপমাত্রা আরও কমবে, উত্তরে বৃষ্টি

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক