প্রথম পাতা খবর রাজস্থানের মন্ত্রিসভায় রদবদল, নতুন ১৫ মন্ত্রী!

রাজস্থানের মন্ত্রিসভায় রদবদল, নতুন ১৫ মন্ত্রী!

71 views
A+A-
Reset

ডেস্ক: অবশেষে পূরণ হয়েছে সচিন পাইলটর দাবি। রাজস্থানের মন্ত্রিসভায় রদবদল করে স্থান দেওয়া হয়েছে ১৫টি নতুন মুখকে। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার গোটা মন্ত্রিসভাটাই পদত্যাগ করেছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আজ রবিবার বিকেলে রাজস্থানের মন্ত্রী হিসাবে শপথ নেবেন মোট ১৫ জন বিধায়ক। এই নতুন মন্ত্রিসভায় দুই শিবিরেরই দাবি মোটামুটি পূরণ হয়েছে বলে সূত্রের দাবি।


পাইলট বলেন, “আমাদের একজোট হয়ে বিজেপি(BJP)-র বিরুদ্ধে লড়াই চালাতে হবে। তবেই আমরা ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জিতব।”মুখ্যমন্ত্রী অশোক গেহলট যে ১৫ জনকে মন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন এঁদের মধ্যে ৫ জন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের ঘনিষ্ঠ। ১৫ জন মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী ১১ জন। এর মধ্যে তিনজন পাইলট শিবিরের নেতা। ৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে ২ জন পাইলট শিবিরের। নতুন মন্ত্রিসভার বিন্যাসে খুশি পাইলট। তিনি বলছেন, নতুন মন্ত্রিসভার এই বিন্যাসে রাজস্থান সরকার মজবুত হল। আগামী দিনে কংগ্রেস এবং সরকার সবার ভাল হবে।

আরও পড়ুন: উত্তপ্ত ত্রিপুরা, তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে থানায় নিয়ে গেল পুলিশ


এই বিষয়ে সচিন পাইলট বলেন, “কংগ্রেস কেবল সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বেই পরিচালিত হচ্ছে। আপনারা যে এই জোট, ওই জোট নিয়ে কথা বলেন, এইধরনের কোনও বিষয়ই নেই। এখানে কেবল সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্ব চলে, আমরা কেবল সদস্য। মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত মিলিতভাবেই নেওয়া হয়েছে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.