প্রথমবার বিধায়ক হয়েই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, ফের নয়া জল্পনা

জয়পুর: রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। সাঙ্গানের বিধানসভা আসন থেকে জিতে প্রথম বারের মতো বিধায়ক হওয়া ভজনলাল শর্মাকে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত ঘোষিত হল মঙ্গলবার।

সাঙ্গানের বিধানসভা আসনটি বিজেপির নিরাপদ দুর্গ হিসাবে বিবেচিত হয়। গতবার বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ অশোক লাহোটি এই আসন থেকে নির্বাচনে জিতেছিলেন। এ বার এই আসন থেকে ভজনলাল শর্মাকে টিকিট দেওয়া এবং তারপরে বেশ কয়েক দিন ধরে আলোচনার পরে তাঁকেই মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করায় রাজনৈতিক জল্পনা শুরু। আগেভাগেই, বিজেপি হাইকমান্ড ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছিল কিনা, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে।

এ বারের বিধানসভা ভো‌টে টিকিট বণ্টনের সময় বড় ধরনের রদবদল করেছিল বিজেপি। সাঙ্গানের বিধানসভা আসন থেকে ছেঁটে ফেলা হয় বসুন্ধরার বিশেষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অশোক লাহোটির নাম। প্রাথমিক ভাবে এতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হলেও, পরবর্তীতে তা শান্ত হয়ে যায়।

ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তুমুল আলোচনা চলছিল। উঠে এসেছিল একাধিক নাম। তবে, পর্যবেক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ভজনলাল নির্বাচিত হন। বিধায়ক দলের বৈঠকের আগে পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন সিনিয়র নেতারা।

ভজনলাল দীর্ঘদিন ধরে তিনি সংগঠনে কাজ করছেন, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হিসাবেও কাজ করছেন। জয়পুরের সাঙ্গানেরের মতো নিরাপদ আসন থেকে প্রথমবার বিজেপি তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায়৷ ভজনলাল শর্মা ৪৮০৮১ ভোটে কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে পরাজিত করেন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে