রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার

মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমার। প্রতীকী ছবি

কলকাতা: রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পাচ্ছেন দুঁদে আইপিএস রাজীব কুমার। বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবারই অবসর নিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তার পর কে রাজ্য পুলিশের ডিজি হবেন তা নিয়ে আলোচনা চলছিল নবান্নের অলিন্দে। তবে রাজীব কুমারই যে পরবর্তী ডিজি হতে চলেছেন সেব্যাপারে নিশ্চিত ছিলেন অনেকেই। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণের পর তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্বে ছিলেন রাজীব কুমার।

একটা সময়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীবকে নিয়ে বিতর্ক কম হয়নি। এ বার সেই আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই কাজ করবেন।

নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব হিসেবে বর্তমানে কর্মরত রাজীব কুমারকে ডিজি পদে বসাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের এই রদবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক