ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে হাজির রাজীব!

ডেস্ক: বিধানসভা ভোট মিটতেই বিজেপি দফতরমুখী হননি। ফলত রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিজেপির মায়া কাটিয়ে তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? শুক্রবার আরও জোরালো হয়েছে এই জল্পনা। শুক্রবার তিনি সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজীবের পক্ষ থেকে কোনও বৈঠকের সত্যতা স্বীকার করা হয়নি।


সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন তিনি। তবে অভিষেক-রাজীবের এই সাক্ষাৎকার রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। বৈঠক শেষে অভিষেক কি তাঁর তৃণমূলে ফেরার ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত দিয়েছেন? তা নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: কৃষ্ণনগরে গিয়ে ‘স্লিফ অফ টাং’ করে ফেললেন মুকুল রায়


পরাজিত হওয়ার পর থেকে দলের সঙ্গে বাড়তে থাকে তাঁর দূরত্ব। কোনও কর্মসূচিতেই হাজির হননি। তদুপরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে ফেসবুকে পোস্টও করেন রাজীব। ‘সমালোচনা তো অনেক হল… মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না।’  সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে গিয়ে ‘সৌজন্য সাক্ষাৎ’ সারেন রাজীব। পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পর তাঁর নাকতলার বাড়িতে হাজির হন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক