পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জেরে উত্তাল দেশ। ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানকে ‘কুচক্রী’ বলে কটাক্ষ করে এবার কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার দিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা ভারতের বিরুদ্ধে চোখ তুলে তাকায়, তাদের যোগ্য জবাব দেওয়া হবে। দেশবাসী যা চাইছে, সেটাই হবে।”
পূর্বনির্ধারিত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বায়ুসেনা প্রধান ও রাজনাথ সিংয়ের বৈঠক ঘিরেও শুরু হয়েছে জল্পনা। এরপর সনাতন সংস্কৃতি জাগরণ মহোৎসবে গিয়ে রাজনাথ বলেন, “শত্রুর ভাষাতেই শত্রুকে জবাব দেওয়া হবে।”
পহেলগাঁও হামলার তদন্তে উঠে এসেছে চার জঙ্গির নাম—যাদের মধ্যে দু’জন পাকিস্তানি, দু’জন কাশ্মীরি। নেতৃত্বে ছিল আদিল ঠোকর নামে এক জঙ্গি। তদন্তে উঠে এসেছে পাক সেনা ও আইএসআইয়ের সক্রিয় ভূমিকা। গোটা হামলার নেপথ্যে লস্করের সঙ্গে যুক্ত অন্তত ২০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারের নামও সামনে এসেছে।
এই ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ফলে জল্পনা তুঙ্গে, এবার কি জবাবি পদক্ষেপের পথে যাচ্ছে ভারত?