উত্তর কলকাতায় তৃণমূলের রামনবমী। ছবি: রাজীব বসু
রাজ্যের নানা প্রান্তে শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপিত হল রবিবার। এ বারের রামনবমীতে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের তরফে ছিল শক্তি প্রদর্শনের পরিকল্পনা, ছিল বেনজির প্রস্তুতি। পাল্টা চ্যালেঞ্জ ছিল তৃণমূলের সামনে—উদ্যাপনের বিরোধিতা নয়, আবার বিজেপিকেও পুরো মাঠ ছেড়ে দেওয়া চলবে না। পুলিশ-প্রশাসনের উপরও ছিল তো ছিলই!
সব মিলিয়ে প্রশাসনের পরিকল্পনা সফল বলেই মনে করা হচ্ছে। রবিবার রাত ১২টা পর্যন্ত কোথাও কোনও বড় অশান্তির খবর মেলেনি। রাজ্য বিজেপির প্রায় সব পরিচিত মুখকেই দেখা গিয়েছে মিছিলে অংশ নিতে, আবার তৃণমূল নেতৃত্বকেও মিছিল করতে দেখা গিয়েছে কলকাতা থেকে জেলা—সব জায়গাতেই।

রাজনীতির গণ্ডি পেরিয়ে বিভিন্ন এলাকায় রামনবমী ঘিরে গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। একাধিক জেলায় বিজেপি ও তৃণমূলকে একসঙ্গেও দেখা গিয়েছে শোভাযাত্রায় অংশ নিতে। শান্তিপূর্ণ এই উদ্যাপন স্বস্তি দিয়েছে প্রশাসন ও সাধারণ মানুষ—দুই পক্ষকেই।