কলকাতা: রামনবমী ঘিরে উত্তেজনার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ। শিবপুর, রিষড়া, ডালখোলা উত্তেজনায় এবার ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্ত করবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এ বিষয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে এনআইএ। রাজ্য পুলিশের তরফে সব তথ্য এবং নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে।
মামলা দায়ের হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আগেই জানিয়েছিলেন যে, গোটা ঘটনায় যাঁরা প্ররোচনা জুগিয়েছেন বলে দেখা যাচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যাঁরা উস্কানি জুগিয়েছেন এবং তা থেকে ফায়দা তোলার চেষ্টা করেছেন, সকলকে খুঁজে বার করতে হবে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, সোমবারই এনআইএ-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা এই ঘটনার তদন্ত করতে প্রস্তুত। কেন্দ্রের তরফ থেকে আইনজীবী সওয়াল করেন, রাজ্যে যদি একটিও বোমাবাজির ঘটনা ঘটে, সেই ঘটনার তদন্ত এনআইএ করতে পারে। ২ এপ্রিল রাজ্যের একাধিক জায়গায় অশান্তি হয়েছে। এ ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়েই তদন্তেরর প্রয়োজন।