রামনবমীকে কেন্দ্র করে অশান্তি তৈরির ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বাংলার মানুষ দাঙ্গা সহ্য করবে না। আমরা ধর্মকে সম্মান করি, কিন্তু রাজনৈতিক স্বার্থে দাঙ্গা বাঁধানো মেনে নেওয়া হবে না।”
তিনি অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাঁর বক্তব্য, “মানুষের মধ্যে বিভাজন তৈরির জন্য ওঁরা নতুন ধর্মের আমদানি করেছে, যা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বা বেদ-বেদান্তের শিক্ষা নয়।”
আগামী দিনে রামনবমী এবং অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ইদের মতো রামনবমী ও অন্নপূর্ণা পুজোও শান্তিপূর্ণভাবে হোক।”
বিজেপির বিরুদ্ধে এক কোটি মানুষকে রাস্তায় নামানোর পরিকল্পনার অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছেন, “ধর্ম পালন করুন, কিন্তু আইন-শৃঙ্খলা ভঙ্গ করবেন না। প্রশাসন কড়া নজর রাখছে।”