আজ বৃহস্পতিবার দুপুরেই মুখ্যমন্ত্রীপৌঁছবেন বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রামে। এই উপলক্ষে এই মুহূর্তে বগটুই গ্রাম থেকে ঘরছাড়া পরিবারগুলোকে ফের ওই অভিশপ্ত গ্রামে ফেরাতে সচেষ্ট স্থানীয় পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে পৌঁছে গিয়েছেন সাঁইথিয়ার ব্লক উন্নয়ন আধিকারিক সৈকত বিশ্বাস। কিন্তু নিরাপত্তা নেই, এই দাবি করে ঘরে ফিরতে অস্বীকার করেন নিহত ৮ জনের পরিবারের সদস্যরা।
শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে বগটুই গ্রামে ফিরতে রাজি হয়েছে নিহত তৃণমূল নেতা ভাদু শেখের পরিবার।
এদিন স্থানীয় বিডিও বাতাসপুরের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়া পরিবারগুলিকে ফের ঘরে ফেরার আবেদন জানাতে যান। যদিও প্রশাসনের অনেক অনুরোধ উপরোধ সত্বেও তাঁরা নিজেদের ঘরে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ওই পরিবার গুলির এক সদস্য বলেন, ‘‘ওখানে আমরা যেতে চাই। কিন্তু আমাদের জীবনে এখনও অত্যন্ত ঝুঁকি আছে। তাই আমাদের যদি ২৪ ঘণ্টা নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আমরা বাড়ি ফিরে যেতে পারব না। আমাদের জীবনের আর নিরাপত্তার দায়ভার কে নেবে? চোখের সামনে আমাদের পরিবারগুলোকে পুড়িয়ে খুন করা হয়েছে। তাই ওখানে ফিরতে ভয় পাচ্ছি কিন্তু আমরা এখানে ভাল আছি। কথা বলার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই।’’