বিয়ে করলেন রণবীর-আলিয়া

মুম্বই: নতুন জীবন শুরু করলেন রণবীর কাপূর এবং আলিয়া ভট্ট। ৫ বছরের প্রেম পরিণতি পেল। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী বানানো পোশাকে সেজে বিয়ে করলেন তাঁরা।
ভট্ট ও কাপূর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ অতিথির উপস্থিতিতে বিয়ে করেছেন তাঁরা। গায়েত্রী মন্ত্র পড়ছেন চারজন পুরোহিত।

বিয়ের রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপূরের ছবি টাঙানো ছিল। তারই সামনে বিয়ে মন্ত্রপাঠ করেছেন বরকনে।
সূত্রের খবর আলিয়ার হাতে প্রথম মেহন্দি পরিয়ে ছিলেন পরিচালক কর্ণ জোহর। তিনিই দম্পতির গাঁটছড়া বেঁধেছেন।
জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর নবদম্পতি যান সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেখানে তাঁরা আর্শিবাদ নেন।
অম্বানী পরিবারের তরফে আকাশ অম্বানী এবং শ্লোক অম্বানী উপস্থিত হয়েছিলেন বন্ধু রণবীরের বিয়েতে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের