নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে ফের নামবদল। রাষ্ট্রপতি ভবনের ‘দরবার হলে’র নাম পাল্টে রাখা হল ‘গণতন্ত্র মণ্ডপ’। ‘অশোক হলে’র নাম পাল্টে ‘অশোক মণ্ডপ’ করা হল।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নামবদলের ঘোষণা করেন। এই নামের মাধ্যমে যাতে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং রীতিনীতি ফুটে ওঠে, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বলে রাখা ভালো, “দরবার হলে” সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যথাক্রমে জাতীয় পুরস্কার প্রদান-সহ নানাবিধ অনুষ্ঠান পালিত হয়।
দুই হলের নামবদল সম্পর্কে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘রাষ্ট্রপতি ভবন, ভারতের মাননীয় রাষ্ট্রপতির কার্যালয় এবং বাসভবন। এটি জাতীয় প্রতীক এবং জনগণের একটি অমূল্য ঐতিহ্য। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে আমজনতার সম্পর্ক নিবিড় করে তোলার জন্য ধারাবাহিক প্রচেষ্টা চলছে। রাষ্ট্রপতি ভবনের পরিবেশে যাতে ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধ এবং আদর্শের প্রতিফলন দেখা যায়, সেই উদ্দেশ্যেই এই প্রচেষ্টা।’’
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোৎসবে’র সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নতুন নামকরণ হয়েছিল ‘অমৃত উদ্যান’।