এবার কলকাতা পুর নির্বাচানে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নিজের ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী করা হয়েছে তৃণমূল নেত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্য়োপাধ্য়ায়কে। এবার আর টিকিট পাননি বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা রতন মালাকার। এরপর মনোনয়ন দাখিলের শেষ দিনে দেখা গেল, নেত্রীর এক সময়ের স্নেহ ধন্য় সেই রতনই নিজের নামে মনোনয়ন জমা করলেন নির্দল প্রার্থী হিসেবে। ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।
এবার ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই কার্তিক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রীয়ের নাম ঘোষণা হওয়ার প্রায় পর পরই প্রচার শুরু করে দেন কাজরী বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু লক্ষনীয় বিষয় হল, প্রথম দিন থেকেই সেই ভোট প্রচারে একবারের জন্য়ও দেখা যায়নি বর্তমান কো-অর্ডিনেটর রতন মালাকারকে। তখন থেকেই একটা চাপা বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছিল। মনোনয়নের অন্তিম লগ্নে বিষয়টির উপর থেকে পর্দা উঠল বলা যায়।
যদিও মনোনয়ন দাখিলের পর এদিন ৭৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বোরো-৯ চেয়ারম্য়ান রতন মালাকারের দাবি, কারও প্রতি ক্ষোভে নয়, আমি প্রার্থী হয়েছি স্বেচ্ছায়। কারও বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।
অপরদিকে তৃণমূল নেতৃত্বে মতে, মান-অভিমানের কারণে কেউ কেউ এভাবে নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছেন ঠিকই, তবে মনোনয়ন প্রত্য়াহারের শেষ দিন ডিসেম্বরের ৪ তারিখের মধ্য়েই তাঁরা তাঁদের মনোনয়ন প্রত্য়াহার করে নেবেন বলেই আশা করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।