Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
টাটা ট্রাস্ট-এর নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা, রতন টাটার স্থলাভিষিক্ত - NewsOnly24

টাটা ট্রাস্ট-এর নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা, রতন টাটার স্থলাভিষিক্ত

টাটা গোষ্ঠীর শাখা সংগঠন ‘টাটা ট্রাস্ট’-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নোয়েল টাটা। ৯ অক্টোবর মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ৮৭ বছর বয়সে প্রয়াত হন রতন টাটা। তাঁর স্থলাভিষিক্ত হলেন তাঁর সৎভাই নোয়েল, যাঁকে ১১ অক্টোবর ট্রাস্টি বোর্ডের সদস্যেরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করেছেন।

টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ নোয়েল টাটার নেতৃত্বকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘নোয়েল অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ একজন ব্যক্তি। ব্যবসা পরিচালনা এবং বড় প্রতিষ্ঠানের সঠিক দিশা দেখানোর ক্ষমতা তাঁর রয়েছে। ফলে টাটা ট্রাস্ট নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশা করা যায়।’’

২০১৪ সালে নোয়েল টাটা ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে এই পোশাক বিক্রেতা সংস্থার মুনাফা বহুলাংশে বৃদ্ধি পায় এবং শেয়ারের দর গত এক দশকে ছয় হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। এর আগে তিনি টাটা গোষ্ঠীর ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর শীর্ষ পদে ছিলেন, যেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কাজ করেন। তাঁর সময়কালে সংস্থার রাজস্ব ৫০ কোটি ডলার থেকে ৩০০ কোটি ডলারে উন্নীত হয়।

নোয়েল টাটা, যিনি রতন টাটার সৎভাই, টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ এবং ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্যও ছিলেন। নোয়েলের তিন সন্তান, মায়া, নেভিল, এবং লিয়া, তারাও টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

নাভাল টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল টাটা, যিনি দীর্ঘদিন ধরে ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য ছিলেন, টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন।

Related posts

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান