ভুয়ো হুমকি ফোনে চাঞ্চল্য: রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার দাবি, তদন্তে পুলিশ

মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্কের অফিসে ভুয়ো হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে লস্কর-ই-তইবার সিইও দাবি করে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ফোনে দাবি করা হয়, বান্দ্রার কাছে অবস্থিত রিজার্ভ ব্যাঙ্কের দপ্তরে একটি বোমা রাখা হয়েছে।

ফোন আসার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। বান্দ্রার রিজার্ভ ব্যাঙ্কের ওই দপ্তরে হাই অ্যালার্ট জারি করে নিরাপত্তা বাড়ানো হয়। তবে কিছু সময়ের মধ্যেই মুম্বই পুলিশ জানায়, এটি একটি ভুয়ো হুমকি। ঘটনাটি সম্প্রতি দেশে দেখা গিয়েছে এমন এক নতুন প্রবণতার অংশ বলে মনে করছে পুলিশ।

মুম্বই পুলিশ এই ভুয়ো হুমকি ফোনের বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করেছে। ফোনটি কে বা কারা করেছে, তা এখনও জানা যায়নি।

ভুয়ো হুমকি ফোনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা যেন এক নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। এর আগে দেশের বিভিন্ন স্কুল, বিমানবন্দর এবং বিমানে এই ধরনের ভুয়ো হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনাগুলি প্রশাসনের কাছে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?