২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে

কলকাতা: আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ২৬ হাজারেরও বেশি এসএসসি প্রার্থীর চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। গত বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুপুর ১২টা নাগাদ মামলাটি শুনতে পারে।

এর আগে এই মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল। তবে, বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হওয়ার পর এটি প্রথমবার তার বেঞ্চে শুনানি হতে চলেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্যানেল সম্পূর্ণ বাতিল করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২২ এপ্রিল রায় দেয়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারান।

এই রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য। রাজ্যের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা একাধিক প্রার্থীও সুপ্রিম কোর্টে মামলা করেন। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

আজকের শুনানিতে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চ কী সিদ্ধান্ত জানায়, সবার নজর সেদিকেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন