দিল্লির হৃদয়ে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে।
এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত বহু মানুষকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লি দমকল সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এক দমকল আধিকারিক জানিয়েছেন, “গাড়িতে বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। ঘটনাস্থল থেকে একাধিক দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।”
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিস্ফোরণটি গাড়ির ভিতরে থাকা দাহ্য পদার্থ বা বিস্ফোরকের কারণে হয়েছে। তবে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের ধরণ ও তীব্রতা দেখে মনে হচ্ছে এটি সাধারণ যান্ত্রিক দুর্ঘটনা নয়। এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, “বিস্ফোরণের প্রকৃতি জানতে ফরেনসিক দলকে ডাকা হয়েছে। একইসঙ্গে এনআইএ এবং এনএসজি-র দলও ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে নাশকতার কোনও ইঙ্গিত মিলেনি, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
এই বিস্ফোরণ ঘটেছে ঠিক সেই সময়, যখন দেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সোমবারই দিল্লির অদূরে ফরিদাবাদের একটি ভাড়াবাড়িতে রিয়ানা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় ৩৬০ কেজি বিস্ফোরক, ২০টি টাইমার, রিমোট, ওয়াকিটকি এবং বিপুল অস্ত্রশস্ত্র।