কলকাতার রিজেন্ট পার্কের রাস্তা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! পথ দুর্ঘটনা না কি অন্য কোনও রহস্য?

রিজেন্ট পার্ক এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ। মৃতের নাম অনুপ মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ২.৪৫ নাগাদ ওই যুবককে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই একটি হেলমেট পাওয়া যায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, মৃত যুবক দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকার বাসিন্দা, বয়স আনুমানিক ৩৫ বছর। এত রাতে তিনি কোথা থেকে ফিরছিলেন, কার সঙ্গে ছিলেন, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

প্রাথমিকভাবে অনুমান, তিনি কোনও দুর্ঘটনার শিকার হয়েছেন, তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, তিনি চলন্ত বাইক থেকে পড়ে গিয়েছিলেন নাকি কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে।

ঘটনার কারণ জানতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, যার রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক