ডেস্ক: স্বস্তি দিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। সেই সঙ্গে সামান্য স্বস্তি মিলেছে পজিটিভিটি রেটেও। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত ২৮,৩২৬ জন। সামান্য চিন্তায় রাখবে অ্যাকটিভ কেস। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাড়ল চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
গতকালের পর এদিনও ৩০ হাজারের নিচে রয়েছে করোনার দৈনিক সংক্রমণ। এদিনের রিপোর্টে দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে চলা দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ঘরে থাকার পর ধীরে ধীরে তা নামতে শুরু করে দিয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৩২৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৪.৩ শতাংশ কম। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জন।
আরও পড়ুন: ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর!
সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। ৮৫ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৮ লক্ষের বেশি নাগরিক।
এদিকে, সামনেই উৎসবের মরশুম। তার আগে কেন্দ্রের তরফে একাধিক করোনা বিধি সম্পর্কীয় নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে যে সমস্ত এলাকায় করোনার পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি সেখানে জমায়েত করা যাবে না। কোনও রকমের জমায়েতের জন্য অনুমতি নিতে হবে প্রশাসনের।