হত্যা ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা হরিয়ানার

বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা দিল হরিয়ানার বিজেপি সরকার। এই বিতর্কিত ‘বাবা’র নাকি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

হরিয়ানার সরকার বলছে, খালিস্তানপন্থীদের এই ধর্মগুরুর ওপর আক্রমণের পরিকল্পনা আছে। তাই তাঁকে জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। প্রসঙ্গত ভারতে এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড ও জেড প্লাস এই পাঁচটি ক্যাটাগরির সুরক্ষা দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর মধ্যে জেড প্লাস সর্বোচ্চ পর্যায়ের। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জেড প্লাস সুরক্ষা দেওয়া হয়। এছাড়াও এসপিজি পর্যায়ের সুরক্ষা (স্পেশাল প্রোটেকশন গ্রুপ) দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

৫৪ বছরের এই ধর্মগুরু ২০১৭ সালে দোষী সাব্যস্ত করা হয় পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে। প্রাক্তন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলা এবং দুই অনুগামী মহিলাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে যাবজ্জীবনের সাজা দেয় আদালত।

গত ৭ ফেব্রুয়ারি প্যারোলে মুক্তি পান রাম রহিম। তখন থেকেই শোনা যাচ্ছিল, পঞ্জাবের ভোটে তাঁকে ব্যবহার করতে চাইছে বিজেপি সরকার।যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘রাম রহিমের প্যারোলে মুক্তির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। তিন বছর জেল খাটার পর যে কোনও বন্দিই প্যারোলে মুক্তির আবেদন করতে পারে। রাম রহিমও তাই করেছে। তার আবেদনে সাড়া দিয়েছে প্রশাসন।’’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক