ফের একবার মেরামতির কারণে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে কলকাতার মা উড়ালপুল। কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত প্রতি রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুলের সায়েন্স সিটি থেকে পিটিএসমুখী অংশ।
এই সময়ে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রাস্তায় ঘুরে যেতে হবে যাত্রীদের। বিকল্প পথ হিসেবে ব্যবহার করতে হবে ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ ও এজেসি ফ্লাইওভার।
উল্লেখ্য, চলতি বছরেই এর আগে দু’বার মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল এই উড়ালপুল। ফের মেরামতির কাজ শুরু হওয়ায় যাত্রীদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে, বিশেষত গভীর রাতে যাঁরা যাতায়াত করেন তাঁদের ক্ষেত্রে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো কাজ শেষ করার চেষ্টা করা হবে।