টালা ট্যাঙ্কে মেরামতি, জল সরবরাহ বন্ধ

কলকাতা: আজ, সোমবার (১৬ ডিসেম্বর) টালা জলাধার এবং পলতা জল পরিশোধন কেন্দ্রে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা পুরসভার একাধিক এলাকায় জল সরবরাহ বন্ধ। এর আগেই কলকাতা পুরনিগমের জল সরবরাহ বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ দিন সকাল ৯টা থেকে পরের দিন ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত জল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হবে।

এই কাজের মধ্যে রয়েছে ভালভ মেরামতি, পাইপ লাইনের সংস্কার এবং মোটর যন্ত্রের মেরামতি।

কলকাতা পুরসভার বোরো ১ থেকে বোরো ৭ এবং বোরো ৮-এর কিছু অংশে জল সরবরাহ বন্ধ থাকবে। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল যেমন হাতিবাগান, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা, পার্ক সার্কাস এবং এর আশপাশের এলাকাগুলিতে জল পরিষেবা ব্যাহত হবে।

এ ছাড়া পানিহাটি, কামারহাটি এবং পলতা প্রকল্পের অধীনস্থ অন্যান্য এলাকাতেও পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে।

১৭ ডিসেম্বর সকাল থেকে ফের পরিশ্রুত জল সরবরাহ শুরু হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। এই সময় জলের সংকট এড়াতে এলাকার বাসিন্দাদের আগাম সতর্ক থাকার এবং প্রয়োজনীয় জল সংরক্ষণের আগাম পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে