দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবারও অতিথিদের ‘নো এন্ট্রি’

বিগতবারের ন্যায় এবার অর্থাৎ ২০২২২ সালে দেশের প্রজাতন্ত্র দিবসে দিল্লির লাল কেল্লার সামনে বর্ণময় কুচকাওয়াজ এবং প্যারেড এর অনুষ্ঠানও হতে চলেছে প্রধান অতিথিবিহীন।

ঠিক ছিল করোনা পরিস্থিতি অনুকূল থাকলে এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্য এশিয়ার পাঁচ দেশের রাষ্ট্রপ্রধান।

কিন্তু শেষ পর্যন্ত এই পাঁচ অতিথীর উপস্থিত থাকার কথা থাকলেও কোভিডের বাড়বাড়ন্তের জেরে একেবারে শেষ মুহূর্তে তা বাতিল করা হল।

জানা গিয়েছে এবারের ২৬ জানুয়ারির অনুষ্ঠানে কাজাখস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে আনার পরিকল্পনা করে ছিল মোদি সরকার।

বুধবার দেশের বিদেশমন্ত্রক ঘোষণা করে, কোভিডের কারণে এই পাঁচ রাষ্ট্রনেতা ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসতে পারছেন না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক