সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে জাতীয় রাজধানী দিল্লিতে। নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে এমন অনেক কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। দিল্লিতে প্যারা-গ্লাইডিং, ড্রোন সহ এ রকম অনেক কিছুই নিষিদ্ধ করেছে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, প্যারা-গ্লাইডার, প্যারা-মোটর, হ্যাং গ্লাইডার, মানুষবিহীন এরিয়াল ভেহিকেল, মানুষবিহীন বিমান ব্যবস্থা (ইউএএস), মাইক্রো-লাইট এয়ারক্রাফ্ট, দূর থেকে চালিত বিমান, হট এয়ার বেলুন, ছোট আকারের উড়ান, কোয়াডকপ্টারের চালিত বিমান নিষিদ্ধ করা হয়েছে।
উত্তর দিল্লির ডিসিপি সাগর সিং কালসি জানিয়েছেন, ২৬ জানুয়ারির চেকিং এবং টহল শুরু হয়েছে। এ দিন হোটেল, গেস্ট হাউস এবং সিনেমা হলে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলে। বড়ো বাজারগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সেই সঙ্গে লালকেল্লার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ রুটের তিন কিলোমিটার পথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।