প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা অধীর চৌধুরীর!

কলকাতা: লোকসভা ভোটে রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। একটিও আসন মেলেনি। হেরেছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। দলের এই বিপর্যয়ের পর থেকেই জল্পনা বাড়ছিল, তবে কি এ বার প্রদেশ সভাপতি থেকেও সরবেন অধীর চৌধুরী ? সেই জল্পনাই কার্যত বাস্তবায়িত হল বলে মিডিয়া রিপোর্টে প্রকাশ ৷ শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে অধীর জানিয়ে দিলেন, “আমি তো অস্থায়ী সভাপতি ছিলাম।”

শুক্রবার অধীর বলেন,”আমি তো কংগ্রেসের অস্থায়ী সভাপতি। খাড়গে সভাপতি হওয়ার পর দেশে সব রাজ্যে সকলেই অস্থায়ী সভাপতি। নতুন করে  নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। দেখতে হবে কে থাকছে না থাকছে।”

সূত্রের খবর কিছুদিন আগেই তিনি হাই কমান্ডের কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেও খবর। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কংগ্রেসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি এবং প্রদেশ কংগ্রেস শিবির থেকে এই বিষয়টি অস্বীকার করা হয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে