ডেস্ক: ৩০ আগস্ট অবধি বাড়ল বিধিনিষেধ। তবে এখনই রাজ্যে চালু হচ্ছে না লোকাল ট্রেন। নবান্নে জানালেন মমত। তবে রাতে এতদিন যে আট ঘণ্টা গতিবিধির উপর নিষেধাজ্ঞা ছিল, তার সময়সীমা কমিয়ে দেওয়া হল। রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী ১৬ অগস্ট থেকে যে নিয়ম কার্যকর হবে।
আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “দুয়ারে সরকার নিয়ে সমস্ত মিডিয়াতে বিজ্ঞাপন গিয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের সুবিধে পেয়েছেন ৯৯ শতাংশ মানুষ। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কাগজপত্র খতিয়ে দেখা হবে। ১৭ হাজারের বেশি ক্যাম্পে নথি খতিয়ে দেখা হবে। ১৮টি প্রকল্পের সুবিধে পেতে ক্যাম্পে আবেদন করা যাবে। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প।
আরও পড়ুন: পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়, আজই কি গুরুং-মোর্চায় তামাং যোগ?
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। প্রকল্পের সুবিধে পেতে কোনও ট্যাক্স দিতে হবে না। ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত সকল মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। বাংলা একদিন বিশ্ব বাংলায় পরিণত হবে। কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে(১০৭০/২২১৪৩৫২৬)। অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
লোকাল ট্রেন পরিষেবা
৫০ শতাংশ টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালু করে দেওয়া হবে। কিছুটা সময় নেওয়া হচ্ছে। লোকাল ট্রেনের দাবিতে একাধিক জায়গায় রেল অবরোধ হলেও এখনও অনড় অবস্থানেই রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, আপাতত বন্ধ থাকছে লোকাল ট্রেন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই ট্রেন বন্ধ রাখা হচ্ছে। থার্ড ওয়েভের আশঙ্কা আছে, আরও কয়েকদিন কষ্ট করতে হবে।
টিকা কিছুটা না দিতে পারলে গ্রামেগঞ্জে এর প্রকোপ বাড়বে। আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হচ্ছে। জীবনের চেয়ে বেশি দামি কিছু নয়। আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে বন্ধু। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি। ট্রেনে বললাম নিয়ম মেনে যান। দেখলাম নিয়ম মেনে তো দূরের কথা গাদাগাদি করে লোক যাচ্ছে। অগাস্টের ৩১ তারিখ পর্যন্ত থাকবে।