করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

ডেস্ক: আগামী ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ। তার আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে গতকাল জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায়  গতকাল রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। 


জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রেজাউল ওরফে মন্টু বিশ্বাস। করোনা পরীক্ষা হয় তাঁর। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক