আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত কতটা এগিয়েছে, তা আজকের মধ্যে জানাতে হবে সিবিআইকে। শিয়ালদহ আদালতের নির্দেশ অনুসারে, নিয়ম অনুযায়ী তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের, কিন্তু এখনও তা জানানো হয়নি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের।
এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। তাদের আবেদনের ভিত্তিতেই আদালত সিবিআইকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই অনুযায়ী, আজই তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।