আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে, নতুন বেঞ্চে পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে।
এই মামলায় প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। নির্যাতিতার নাম প্রকাশ করায় তাঁর বিরুদ্ধেও জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। তবে, এবার প্রধান বিচারপতি সরে দাঁড়ানোয় নতুন বেঞ্চে শুনানি হবে।
গত শুনানিতে কেন্দ্র জানিয়েছিল, বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাজ্য সরকারের রয়েছে। নিয়ম অনুযায়ী, যে রাজ্যে কোনও আইপিএস অফিসার কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে পারে। তবে, রাজ্য সরকার কোনও পদক্ষেপ না নিলে, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ জানানো যেতে পারে।
প্রথম থেকেই আদালতে প্রশ্ন উঠেছিল, বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র নাকি রাজ্য? প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ পাঠিয়ে মতামত চেয়েছিল। তবে, মামলার শুনানি চলাকালীনই প্রধান বিচারপতি নিজেকে সরিয়ে নেওয়ায় এই বিতর্কিত মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।